img

টানা তৃতীয় মেয়াদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হওয়ার পর বুধবার (৫ নভেম্বর) নিজ জন্মভূমি সিলেটে ছুটে যান ডা. শফিকুর রহমান। এ সময় সংবাদিকদের সঙ্গে আলাপকালে— পিআর পদ্ধতির নির্বাচনেই জনসমর্থন সবচেয়ে বেশি বলে দাবি করেন তিনি।

একই সঙ্গে জোট প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘আমরা কোনো জোট করার সিদ্ধান্ত নিইনি, জোট করবও না।’

তার ভাষায়, ‘আমরা নির্বাচনী সমঝোতা করব। শুধু ইসলামী দল না, দেশপ্রেমিক প্রতিশ্রুতিশীল যারা আছেন তারা সংযুক্ত হচ্ছেন। আগামীতে আরো অনেক দল এই নির্বাচনী সমঝোতায় যুক্ত হবেন। আমরা সবাইকে নিয়ে দেশ গড়তে চাই।’

জামায়াত বলছে সবাইকে নিয়ে নির্বাচন করতে, এখানে সবাই বলতে আওয়ামী লীগসহ কিনা— সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান পালটা প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, ‘আওয়ামী লীগ নিজেরাই তো নির্বাচন চায়নি। আপনারা কী তাদের ওপর জোর করে নির্বাচন চাপিয়ে দেবেন? তারা নির্বাচনে বিশ্বাসী, সেটা তারা প্রমাণ করতে পারেনি। যেটা তারা চায় না, এখন সেটা তাদের ওপর চাপিয়ে দিলে জুলুম হবে না?’ 

একই সঙ্গে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে না হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করেন ডা. শফিকুর রহমান। 

এ সময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলের প্রস্তুতি, রাজনৈতিক পরিস্থিতি এবং সম্ভাব্য সমঝোতা নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

পাশাপাশি তিনি প্রবাসীদের স্বার্থ রক্ষা, নতুন ভোটার তালিকা তৈরির সময়সীমা বাড়ানোসহ বিভিন্ন জাতীয় ইস্যু নিয়েও কথা বলেন। 

পরে সিলেট জেলা-মহানগর জামায়াতের হাজারো নেতাকর্মী মোটরসাইকেল ও গাড়ি শোডাউনের মাধ্যমে পুনর্নির্বাচিত আমিরকে বরণ করে নেন।

এই বিভাগের আরও খবর